9 May, 2024
ব্রণভর্তি মুখেও কি স্ক্রাব মাখা যায়?
credit: istock
TV9 Bangla
ব্রণ-প্রবণ ত্বকে স্ক্রাব ব্যবহারের আগে দু’বার ভাবতে হয়। স্ক্রাব ঘষার পরই মুখে ব্রণ, র্যাশ বেরিয়ে যায়। তাহলে মৃত কোষ পরিষ্কার করবেন কীভাবে?
ত্বক থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করার জন্য স্ক্রাব ব্যবহার করা জরুরি। এতে অতিরিক্ত তেল, ময়লা, ব্ল্যাক ও হোয়াইটহেডসও পরিষ্কার হয়ে যায়।
ব্রণ-প্রবণ ত্বকে দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করা যায় না। আপনাকে এমন স্ক্রাব ব্যবহার করতে হবে, যা ত্বকের ক্ষতি না করেই মৃত কোষ পরিষ্কার করবে।
বাজারচলতি এক্সফোলিয়েটর ব্যবহারের বদলে বাড়িতে মাইল্ড স্ক্রাব বানিয়ে নিন। গ্রিন টি ও মধু দিয়ে বানিয়ে ফেলুন ব্রণ-প্রবণ ত্বকের স্ক্রাব।
কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বককে এক্সফোলিয়েট করে হোমমেড স্ক্রাব। এটি ইউভি রশ্মি ও প্রদাহের হাত থেকেও রক্ষা করে।
গ্রিন টি ও মধুর স্ক্রাব অ্যান্টি-এজিং উপাদান হিসেবেও কাজ করে। এটি রক্ত সঞ্চালন উন্নত করে বলিরেখা প্রতিরোধে দুর্দান্ত কাজ করে।
গ্রিন টি বা সাধারণ চায়ের পাতা নিন। এর সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাব মিশিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন। এবার এটি ত্বকে মেখে সার্কুলার মোশনে স্ক্রাব করুন।
এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই স্ক্রাব সপ্তাহে এক থেকে দু'বার ব্যবহার করলেই ব্রণর থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন