10 February 2024

জবা দিয়ে রুখে দিন চুল পড়া

credit: istock

TV9 Bangla

যত দিন যাচ্ছে চুল পাতলা হচ্ছে। মাথায় চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠে আসছে। চুল পড়া রাতের ঘুমও কেড়ে নিয়েছে।

চুল পড়াকে চিরতরে বন্ধ করতে পারে জবা ফুল ও পেঁয়াজের মতো প্রাকৃতিক উপাদান। এই দুই উপাদান সুন্দর চুল গঠনে সাহায্য করে।

জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলকে পুষ্টি জোগায় এবং চুলের ফলিকলকে মজবুত করে তোলে। এতে চুল পড়া কমে।

প্রায় ৯০ শতাংশ চুলের সমস্যা কমিয়ে দিতে পারে পেঁয়াজের রস। পেঁয়াজের রস চুল পড়ার সমস্যাকে দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে।

জবা ফুল ও পেঁয়াজের রসের হেয়ার প্যাক বানিয়ে নিন। মিক্সিতে পেঁয়াজ বেটে রস বের করে নিন। জবা ফুল ও পাতা মিক্সিতে বেটে নিন।

জবা ফুলের মিশ্রণের সঙ্গে পেঁয়াজ রস মিশিয়ে দিন। একদম শেষে এতে ২ চামচ নারকেল তেল মিশিয়ে দিন। তৈরি হেয়ার প্যাক।

এই হেয়ার প্যাক চুল ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। এরপর ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ৪৫ মিনিট অপেক্ষা করুন।

শ্যাম্পু করে নিলেই পেয়ে যাবেন সুন্দর চুল। সপ্তাহে ৩ দিন এই হেয়ার প্যাক ব্যবহার করলে এক মাসেই ঝলমলে চুল পেয়ে যাবেন।