29 July 2024

খুব ব্রণ হয়? হোমমেড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন

credit: istock

TV9 Bangla

যাঁদের ব্রণ-প্রবণ ত্বক, সব ধরনের প্রসাধনী ব্যবহার করা যায় না। সানস্ক্রিন থেকে সিরাম— যে কোনও পণ্য বাচাই ক্ষেত্রে সাবধান থাকতে হয়।

ব্রণ-প্রবণ ত্বক সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। তাই দিনে দু'বার ফেসওয়াশ বা ক্লিনজার মাখতেই হয়। কিন্তু সেটাও খুব সাবধান।

সঠিক ফেসওয়াশ বা ক্লিনজার বেছে নেওয়া খুব চাপের হয়। ব্রণ সমস্যা কমাতে আপনি বাড়িতেও ফেসওয়াশ বানিয়ে নিতে পারেন।

বাজারচলতি ক্লিনজারের থেকে অনেক বেশি কার্যকর হয় হোমমেড ফেসওয়াশ। প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়া হয়।

মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ ও ত্বকের প্রদাহ কমায়। এটা দিয়ে মুখ ধুতে পারে।

মধুর পাশাপাশি টমেটোও ব্যবহার করুন ক্লিনজার বানাতে। টমেটো ত্বক থেকে মৃত কোষ, অতিরিক্ত তেল পরিষ্কার করে দিতে সহায়ক।

এক চামচ মধুর সঙ্গে ২ চামচ টমেটো মিশিয়ে ফেসওয়াশ বানিয়ে নিন। এটি মুখে ১০ মিনিট মেখে বসে থাকুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

এই ফেসওয়াশ দিনে একবারও ব্যবহার করতে পারেন। এতে ত্বকের প্রদাহ, ব্রণ কমবে। পাশাপাশি হাইড্রেট ও ময়েশ্চারাইজড থাকবে।