27 February 2024

হোমমেড সিঁদুর পরলে  চুল উঠবে না

credit: istock

TV9 Bangla

বিয়ের পর প্রথম-প্রথম সিঁদুর পরতে ভাল লাগে। কিন্তু দিনের পর দিন সিঁদুর পরতেই থাকলে চুলের বারোটা বেজে যায়।

সিঁদুর পরার কারণে সিঁথি চওড়া হয়ে যায়। যে অংশে সিঁদুর পরেন, সেখানের সমস্ত চুল উঠে যায়। এতে মুখশ্রীতেও বদল আসে।

বাজারচলতি সিঁদুরে অনেক ভেজাল মেশানো থাকে। অনেক সময় সিসাও মেশানো হয় সিঁদুরে। এগুলোই স্ক্যাল্প ও ত্বকের ক্ষতি করে।

ভেজাল এড়িয়ে বাড়িতে সিঁদুর বানিয়ে নিন। প্রাকৃতিক উপায়ে বানানো সিঁদুর ত্বকের কোনও ক্ষতি করে। কীভাবে বানাবেন, দেখে নিন।

পরিমাণমতো হলুদ গুঁড়ো, লেবুর রস, গোলাপ জল, ঘি আর চুন্নম পাউডার নিন। এই প্রাকৃতিক উপাদান দিয়েই সিঁদুর তৈরি হয়ে যাবে।

যতটা পরিমাণ সিঁদুর বানাবেন ততটাই হলুদ গুঁড়ো নিন। এটা মিক্সিতে নিয়ে এতে ২ চামচ করে লেবুর রস ও গোলাপ জল মেশান।

একদম শেষে এতে ১ চামচ ঘি এবং ১/২ চামচ চুন্নম পাউডার মিশিয়ে দিন। মিক্সিতে এক বার ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিঁদুর।

এই হোমমেড সিঁদুর কৌটোতে ভরে রাখুন। আপনি রোজ স্নানের পর সিঁথিতে এই সিঁদুর দিতে পারেন। এতে চুল উঠবে না আর সিঁথিও চওড়া হবে না।