29 January 2024
ভাত দিয়ে বানিয়ে ফেলুন ফেস ক্রিম
credit: istock
TV9 Bangla
কোরিয়ান স্কিন কেয়ারের ফ্যান গোটা দুনিয়া। ফেসওয়াশ থেকে লিপ টিন্ট—কোরিয়ান বিউটি টিপস মেনে চলছেন প্রায় সকলেই।
কোরিয়ান মহিলাদের কাচের মতো স্বচ্ছ ত্বক গোটা দুনিয়ার নজর কেড়েছে। কিন্তু শুধু প্রসাধনী কিনেই আপনি এমন পাবেন?
দাম দিয়ে প্রসাধনী কেনার পাশাপাশি কোরিয়ার ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। রূপচর্চায় কোরিয়ানরা ভরসা রাখেন চালের উপর।
চালে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদান ত্বকের জেল্লা বাড়ায় এবং ত্বককে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
চাল ভেজানো জল দিয়ে যেমন মুখ পরিষ্কার করেন, তেমনই ভাত দিয়ে ফেস ক্রিম বানিয়ে নিতে পারেন। এটি ত্বকে আর্দ্রতা জোগাবে।
চাল নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন। এবার ফ্যান সমেত ভাত মিক্সিতে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি ছেঁকে নিন।
এবার ভাতের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস, গ্লিসারিন এবং পছন্দের এসেনশিয়াল তেলের দু'ফোঁটা মিশিয়ে নিন।
কাচের শিশিতে ভরে নিন ভাতের তৈরি ক্রিম। এটি ২ সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। রোজ নিয়ম করে ব্যবহার করলেই উপকার পাবেন।
আরও পড়ুন