19 March 2024

হোমমেড স্ট্রিপ দিয়ে ব্ল্যাকহেডস তুলুন

credit: istock

TV9 Bangla

নাক থেকে ব্ল্যাকহেডস তুলতে কার্যকর নোজ় স্ট্রিপ। স্ট্রিপ ব্যবহার করলে ব্ল্যাকহেডসের পাশাপাশি হোয়াইটহেডসও দূর হয়ে যায়।

মুখ ভাল করে না পরিষ্কার করলে রোমকূপে মেকআপ, ময়লা জমতে থাকে। এর জেরেই ব্ল্যাকহেডস জমতে থাকে, যা সৌন্দর্য নষ্ট করে।

নোজ় স্ট্রিপ ব্যবহার করলে সহজেই ব্ল্যাকহেডসের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই বাজারে এই ব্ল্যাকহেডস রিমুভাল স্ট্রিপের চাহিদাও বেশি।

বাজারচলতি স্ট্রিপ সবসময় ভাল ফল দেয় না। বিশেষত, সমস্ত ব্ল্যাকহেডস তুলতে পারে না নাক থেকে। তখন ভরসা ঘরোয়া টোটকা।

বাড়িতে বানানো স্ক্রাব দিয়ে ব্ল্যাকহেডস তোলা যায়। কিন্তু সেটাও মনের মতো ফল দেয় না। কিন্তু ঘরোয়া টোটকায় বানানো স্ট্রিপ কার্যকর।

ব্ল্যাকহেডস দূর করতে নোজ় স্ট্রিপ বাড়িতেই বানিয়ে নিন। ৩ চামচ চিনি, ২ চামচ মধু ও ১ চামচ লেবুর রসকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কম আঁচে গরম করে নিন। 

উপকরণগুলো একে-অপরের সঙ্গে মিশে গেলে এতে ২-৩ চামচ গ্লিসারিন মিশিয়ে দিন। এরপর এই মিশ্রণটি নাকের উপর প্রয়োগ করুন।

২০ মিনিট মিশ্রণটি নাকের ওপর রেখে দিন। এরপর শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। দেখবেন, সমস্ত ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে গিয়েছে।