10 February 2024

ভিটামিন ই টোনার মাখলে ত্বকের প্রেমে পড়বেন

credit: istock

TV9 Bangla

ত্বকের যত্ন নেয় ভিটামিন ই। ত্বকের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন ভিটামিন ই। এই পুষ্টি ত্বককে ময়েশ্চারাইজ করে।

ভিটামিন ই হাইপারপিগমেন্টেশনের সমস্যা দূর করে। ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করে ভিটামিন ই।

ভিটামিন ই ত্বককে ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষিত রাখে। পাশাপাশি এটি ব্রণ ও ব্রণর দাগছোপকে দূর করতে দারুণ কাজ করে। 

অনেকেই ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ব্যবহার করেন। তবে, আপনি বাড়িয়ে ভিটামিন ই টোনার বানিয়ে ব্যবহার করতে পারেন।

২টো ভিটামিন ই ক্যাপসুল, ১ চামচ অ্যালোভেরা জেল, পরিমাণমতো গোলাপ জল এবং পছন্দের এসেনশিয়াল অয়েল নিন।

গোলাপ জলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। এরপর এতে অ্যালোভেরা জেল মেশান। শেষে এসেনশিয়াল অয়েল মেশান।

উপকরণগুলো খুব ভাল করে মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। এই টোনার ৭ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে এই টোনার সারা মুখে লাগিয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে নিন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।