112th July, 2025
রোজ রাতে ঘরের বাইরে কুকুর কাঁদে? কীসের ইঙ্গিত এটা?
TV9 Bangla
Credit - Pixabay
কুকুর প্রিয় অনেকের। হয়তো লক্ষ্য করে থাকবেন, প্রায় সময় রাত হলেই কুকুর কাঁদে বা একটানা চিৎকার করে। রাতে কুকুরের কান্না শুভ নাকি অশুভ?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কুকুরের ঘেউ ঘেউ করা অশুভ। যদি কারোর বাড়ির বাইরে রোজ কুকুর ডাকে, তা অশুভ ইঙ্গিত।
দিনের বেলাও যদি কুকুর একটানা ঘেউ ঘেউ করে, তাও অশুভ। যদি কাউকে দেখে কুকুর একটানা ডাকে, তাহলে তা অশুভ সংবাদের ইঙ্গিত দেয়।
রাতে কুকুরের ডাক দুর্ভাগ্যের ইঙ্গিত। বলা হয়, কুকুর আগে থেকে বিপদ বুঝতে পারে। অপ্রীতিকর কোনও ঘটনার ইঙ্গিত দেয়।
কুকুর খারাপ ইঙ্গিত পায় আগে থেকেই। যদি আশেপাশে কোনও অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি ঘোরে, তা বুঝে কুকুর কাঁদতে শুরু করে।
কুকুর জোরে কেঁদে বা চিৎকার করে আসলে সতর্ক করতে চায় যে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটতে চলেছে।
যদি আপনার পোষ্য কুকুর কান্নাকাটি করে বা খাওয়া বন্ধ করে দেয়, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অশুভ কিছু ঘটতে চলেছে।
যদি আপনার বাড়ির সামনেও রোজ কুকুর কাঁদে, তবে এখনই সতর্ক হয়ে যান।
আরও পড়ুন