5 NOV 2024

রান্নাঘরে নুন ও হলুদ একসঙ্গে রাখেন? কোন বিপদ ডেকে আনছেন জানেন?

credit: getty images

TV9 Bangla

দৈনন্দিন জীবনে আমাদের অজান্তেই অনেক ছোট খাটো ভুল করে ফেলি আমরা। যার প্রভাব পড়ে আমাদের জীবনের উপরে। বাস্তু শাস্ত্র মানলে এমন অনেক কাজ আছে যা সঠিক নয়।

ঘরে কোথায় কী রাখতে হয়, কোথায় কী রাখতে নেই তা নিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেই সব সম্পর্কে অবগত নই।

আমাদের নিজেদের ছোট ছোটচ ভুলের কারণেই জীবনে অজান্তেই নানা প্রকার সমস্যা সৃষ্টি হয়। তাই ঘর সাজানোর সময় বা বাড়ি তৈরির সময় আমাদের বাস্তুর দিকটি কিন্তু মাথায় রাখা প্রয়োজন।

কেবল ঘর সাজালেই কিন্তু হল না। বাড়ির অনান্য অংশও কিন্তু একই রকমভাবে সঠিক নিয়ম মেনে সাজানো প্রয়োজন না হলে হতে পারে বড় সমস্যা।

আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন রান্না ঘরের সব জিনিসপত্র সঠিক জায়গায় থাকে। তা না হলে আমাদের জীবনে নানা সমস্যা হতে পারে। বিশেষ করে রান্নাঘরে কিছু জিনিস রয়েছে, যা কখনওই একসঙ্গে রাখতে নেই।

যেমন ধরুন রান্না ঘরে নুন আর হলুদের কৌটো কখনও একসঙ্গে রাখতে নেই। তাতে নানা খারাপ প্রভাব পড়ে আমাদের জীবনে। জানেন কী কী ক্ষতি হয় এর ফলে?

রান্নাঘরে নুন ও হলুদ কৌটো একসঙ্গে রাখলে, আর্থিক অবন্তি হওয়ার সম্ভাবনা বাড়ে। আবার সংসারেও নানা ধরনের ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে। তাই সাবধান!

যদি একান্তই নুন আর হলুদের কৌটো আলাদা আলাদা জায়গায় রাখতে না পারেন তাহলে নুনের কৌটোয় পাঁচটি লবঙ্গ রাখুন। রান্না ঘরে জল এবং আগুনকেও দূরে রাখার চেষ্টা করবেন।