ত্বকের যত্ন নিতে নিয়মিত মুখ ধোয়া জরুরি। সারাদিনে দু'থেরে তিনবার মুখ ধুতেই হয়। কিন্তু মুখ ধোয়ার সময় এই ভুলগুলি করলেই বিপদ।
অনেকেই মুধ ধোয়ার জন্য গরম জল ব্যবহার করেন। এটাই ভুল করেন। এতে ত্বকে শুষ্কতার সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া গরম জল দিয়ে মুখ ধুলে ত্বকে লালচেভাব দেখা দিতে পারে। এ ছাড়া ত্বকে জ্বালাপোড়ার সমস্যাও হতে পারে।
আজকাল অনেকেই ওয়েট টিস্যু ব্যবহার করেন। ব্যবহার করতে সুবিধা হলেও ত্বকের জন্য মোটেই ভাল নয় এই ধরনের টিস্যু।
এতে অনেকসময় প্রিজারভেটিভ, সুগন্ধি এবং সারফ্যাক্ট্যান্টের মতো রাসায়নিক থাকে। যার ফলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।
এর থেকে ত্বকের সংক্রমণের হার বাড়ে। দ্বিতীয়ত ওয়েট ওয়াইপস ত্বকের একশো শতাংশ ময়লা পরিষ্কার করতে পারে না।
হাতের কাছে যে ফেস ওয়াশ পাচ্ছেন তা দিয়ে মুখ ধোবেন না। ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ বেছে নিন।
নোংরা হাত মুখে দেবেন না। এ ছাড়া পরিষ্কার তোয়ালে ব্যবহার করবেন। নইলে ত্বকে চুলকানির সমস্যা দেখা দিতে হবে।
স্ক্রাব করার জরুরি। কিন্তু স্ক্রাব করার সময় বেশি চাপ প্রয়োগ করবেন না। এতে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে।