14 JAN 2025

গঙ্গা স্নানের সময় এই সব ভুল একদম করবেন না! নাহলে ঘটতে পারে বড় বিপদ  

credit: Getty Images

TV9 Bangla

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। আবার পশ্চিমবঙ্গেও সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমকে ঘিরে মকর সংক্রান্তি এবং তার পরের দিন চলে গঙ্গায় পুণ্যস্নান।  

কোটি কোটি ভক্ত, সাধু, অঘোরি, নাগা সন্ন্যাসীরা এসে ভিড় করেন এই সব ধর্মীয় অনুষ্ঠানে। ভোর রাত থেকে উঠে চলে গঙ্গা স্নান।

পুণ্য অর্জন করতে গেলে কিন্তু শুধু গঙ্গায় ডুব দিলেই হল না। খুব সাবধানে পালন করতে হয় এই সব নিয়ম কানুন। বিশেষ করে কিছু ভুল করলেই কিন্তু হতে পারে বড় ক্ষতি।  

গঙ্গা স্নানের সময় কোন কোন ভুল এড়িয়ে যাবেন?গঙ্গায় স্নানের আগে স্বাভাবিক জল দিয়ে ভালো করে স্নান করুন। শুধুমাত্র গঙ্গা নদীতে ডুব দিন।

গঙ্গা নদীতে মানুষ কখনও অপবিত্র হন না। তাই স্নানের সময় হাত দিয়ে শরীর ঘষবেন না।

যদিও এখন শীত কাল। তবে গঙ্গা স্নানের পর কাপড় দিয়ে শরীর মোছা উচিত নয়। নিজের গায়েই সেই জল শুকোতে দিন।

মৃত্যু বা জন্মের সূতকের সময়েও গঙ্গাস্নান করার নিয়ম রয়েছে। তবে ঋতুস্রাবের অবস্থায় মহিলাদের গঙ্গাস্নান করা উচিত নয়।

যদি একান্তই গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন, তাহলে বাড়িতে স্নান করার ক্ষেত্রে, স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল অল্প পরিমাণে মিশিয়ে স্নান করতে পারেন।