22 JAN 2025

ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন?

credit:Getty Images

TV9 Bangla

বিচিত্র দেশ এই ভারত, এখানে কত রকম মানুষের যে সহাবস্থান তা দেখলে অবাক হতে হয়। কুম্ভ মেলায় উলঙ্গ নাগা সন্ন্যাসীদের এখন চর্চার শেষ নেই।

আপনি কি জানেন, ভারতে এমন আরও একটি প্রজাতি আছে যাঁরা কোনও কাপর পরেন না। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। তাঁরা ছাড়া তাঁদের বাসস্থানে কেউ যেতে পারেন না।

কথা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত, উত্তর সেন্টিনাল দ্বীপের বিষয়ে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে খানিক দূরে অবস্থিত এই দ্বীপ ভারতীয় ভূ-খন্ডের অংশ।

উত্তর সেন্টিনাল দ্বীপটি আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬৪ কিলমিটার পশ্চিমে অবস্থিত। এখানে বসবাসকারী প্রাচীন উপজাতি সেন্টিনেল নামে পরিচিত।

জানা যায়, এই প্রাচীন উপজাতিটি এখানে প্রায় ৬০ হাজার বছর ধরে বাস করছে। এই বিশেষ সেন্টিনেল উপজাতির লোকেরা নাকি কোনও পোশাক পরে না।

কেবল সেন্টিনেল উপজাতির লোকেরা ছাড়া আর কারও যাওয়ার অনুমতি নেই এখানে। বহিরাগতদের এঁরা শত্রু হিসাবে বিবেচনা করে।

কেউ তাঁদের এলাকায় ঢুকলে বা কাছে যাওয়ার চেষ্টা করলে তাঁদের শত্রু ভেবে আক্রম করে বসে এঁরা। জানা যায় যাঁরাই ওই দ্বীপে গিয়েছিল তাঁরা এই উপজাতির হাতে মারা গিয়েছেন।

জানা যায় প্রস্তর যুগের মতোই নাকি পাথরের অস্ত্র দিয়ে মাছ শিকার করেন এঁরা। উপজাতিকে রক্ষা করার জন্যই বাইরের কারও এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ।