17th June, 2025

অম্বুবাচী কি শুধু বিধবারাই পালন করেন? নিয়ম বলছে...

TV9 Bangla

Credit -  Pinterest , PTI, Getty Images 

অম্বুবাচী হিন্দুদের এক বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে, আষাঢ় মাসের ৭ তারিখে মৃগশিরা নক্ষত্রের ৩টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজঃস্বলা হন। তখন অম্বুবাচী পালন করা হয়। এর সঙ্গে বহু আচার জড়িয়ে।

অনেকে বলেন শুধু বিধবারাই অম্বুবাচী পালন করেন। তেমনটা কিন্তু নয়। শুধু বিধবারাই নয়, অম্বুবাচীর সময় বিশেষ করে গ্রাম বাংলায়, অনেক মহিলাই এই উৎসব পালন করেন।

ওই সময় কিছু বিশেষ আচার ও অনুষ্ঠান পালন করেন অনেকে। এবং বেশ কিছু কাজ করা থেকে বিরত থাকতে হয় এ সময়। অম্বুবাচী উৎসব পালনের মূল কারণ হল, ওই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন বলে অনেকের বিশ্বাস।

তাই এই সময়টিকে পবিত্র ও অশুচি হিসেবে ধরা হয়। এই সময়কালে, বিশেষ করে ব্রহ্মচারী, সন্ন্যাসী, যোগী ও বিধবারা কিছু বিশেষ নিয়মাবলী পালন করেন।

এই সময় যারা অম্বুবাচীর ব্রত করেন, তারা আগুনে বানানো কোনও খাবার খান না। ফলমূল খেয়ে তিন দিন কাটিয়ে দেন তারা।

উল্লেখ্য, এই উৎসবটি মূলত নারী ও প্রকৃতির উর্বরতার প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। যার ফলে এই সময়টিতে বেশ কিছু বিশেষ আচার-অনুষ্ঠান ও নিয়ম পালন করা হয়।

অম্বুবাচী এক ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থাও অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে। অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও।

এ সময় অনেকেই মনে করেন, রজঃস্রাব পর্বের পর যেমন সন্তান ধারণে সক্ষম হন মহিলারা, তেমনই অম্বুবাচীর পরবর্তী সময় ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা পৌরাণিক কাহিনি ও হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।