14th January, 2025

১০ টাকার ফিটকিরিতে ফেরান ভাগ্য, রইল সহজ উপায়

Credit - X, Canva

TV9 Bangla

বাস্তুদোষ কাটাতে খুবই কার্যকরী ফিটকিরি। জ্যোতিষশাস্ত্র মতে ফিটকিরি দিয়ে জীবনের নানা সমস্যার সমাধান হতে পারে। মাত্র ১০ টাকার ফিটকিরির একাধিক গুণ রয়েছে।

যে কোনও ব্যক্তির জীবন থেকে অশুভ ছায়া দূর করতে ফিটকিরি খুবই কার্যকরী। বাস্তুদোষ কাটাতে বাড়ির মূল দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জল রেখে তাতে ফিটকিরি দিতে পারেন।

যে সকল বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ নেই, তাদের পড়ার প্রতি আগ্রহী করার জন্য একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চার পড়ার জায়গায় রেখে দিতে পারেন।

ব্যবসা হোক বা চাকরি যদি কাজে খুব বেশি বাধা আসে, সেক্ষেত্রে একটা লাল কাপড়ের টুকরোতে অল্প ফিটকিরি বেঁধে কাজের জায়গায় ঝুলিয়ে দিতে পারেন।

কারও রাতে ঘুম ভালো না হলে বা সারা রাত খারাপ স্বপ্ন দেখলে উপকার মিলবে ফিটকিরিতে। এ ক্ষেত্রে বালিশের নীচে এক টুকরো ফিটকিরি রেখে ঘুমোলে উপকার হবে।

নতুন গাড়ি কেনার পর  প্রথমেই গাড়ির ভিতরে খানিক ফিটকিরি রাখলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় বলে বলা হয়।

বাড়িকে পুরোপুরি নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করার জন্য অল্প ফিটকিরি গুঁড়ো করে নিয়ে ঘরের চার কোণে ছড়িয়ে দিতে পারেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্রের মতামতের উপর ভিত্তি করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।