13 MAR 2025

প্রেমিকা পাত্তা দিচ্ছে না, দোলে করুন এই কাজ! শয়নে স্বপনে শুধু আপনার কথাই ভাববে

credit:PTI

TV9 Bangla

রাত ফুরোলেই দোল, এদিন কিছু কাজ করলেই মনের মতো সঙ্গী পাওয়া যায়। কাটে দুর্ভাগ্য, দূর হয় অর্থকষ্ট। জ্যোতিষ শাস্ত্র মতে কী করলে মিলবে মুক্তি?   

স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করতে দোলের দিন লাল কাপড়ে এক মুঠো আবীর বেঁধে নিন। তার পর স্বামীর মাথা থেকে ঘুরিয়ে জলে ভাসিয়ে দিন। রাধা-কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করলে দাম্পত্য সুখ বজায় থাকে।

দোলের দিনে গোরুর পায়ে আবীর দিন। গোরুকে গুড়-রুটি খাওয়ান। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।

পূর্ণিমার দিন দুটি অশোক পাতা নিন। একটিতে হলুদ আবীর দিয়ে স্বস্তিক আঁকুন ও অপরটিতে জীবনসঙ্গীর নাম লিখে নিজের ইষ্ট দেবতার পায়ে নিবেদন করুন। সঙ্গী চিরকাল আপনার সঙ্গে থাকবে ও জীবনে উন্নতি হবে।

দোলের আগে গণেশের পুজো করুন। এর ফলে বাড়ির বাস্তু দোষ দূর হবে। দোলের দিন শয়নকক্ষে রাধা-কৃষ্ণের ছবি লাগালে পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হয়।

দোলের ঠিক একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবীর বেঁধে শোওয়ার ঘরে বিছানার তলায় রেখে দিন। সন্ধেবেলা ন্যাড়াপোড়ার সময় সেই রঙের পুটলি আগুনে দিয়ে দিন।

পরিবারের কোনও সদস্যের উন্নতির জন্য প্রবেশদ্বারের বাইরে ওপরের দিকে সূর্যের ছবি লাগান। মনে করা হয় এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। পাশাপাশি সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।