সোজা রথে মেলেনি সুযোগ, উল্টো রথের দিন করুন এ কাজ, মিলবে জগন্নাথদেবের আশীর্বাদ
TV9 Bangla
Credit - PTI
এ বছর সোজা রথ ছিল ২৭ জুন। প্রচলিত বিশ্বাস রথযাত্রার দিন রথের রশি স্পর্শ করলে জগন্নাথদেবের আশীর্বাদ মেলে।
আজ, ৫ জুলাই উল্টো রথ। জ্যোতিষশাস্ত্র মতে, যে সকল ব্যক্তিরা সোজা রথের দিন রশি স্পর্শ করতে পারেননি, তাঁরা আজ রথের রশি স্পর্শ করলে জগন্নাথদেবের আশীর্বাদ পাবেন।
সোজা রথের মতো উল্টো রথের দিন যদি জগন্নাথদেবকে ১০৮টি গোলাপ দেন (আর যদি ১০৮টি সম্ভব না হয়, তা হলে ১১টি বা ২১টি গোলাপ দিতে পারেন) তা হলে প্রভুর আশীর্বাদ মিলবে।
উল্টো রথের দিন একটি হলুদ কাপড়ে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি ও ১১টি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথদেবের উদ্দেশ্যে যদি কেউ অর্পন করেন, তা হলে তাঁর মনের ইচ্ছাপূরণ হয়।
জ্যোতিষশাস্ত্র বলছে, সোজা রথের মতো উল্টো রথের দিন জগন্নাথ দেবের গলায় ১০৮টি তুলসী পাতার মালা পরাতে হবে। তা হলে শুভ ফল মিলবে।
রথযাত্রার দিন বাড়িতে গাছ লাগানো শুভ বলে অনেকে মনে করেন। ঠিক একইরকম ভাবে উল্টো রথের দিনও বাড়িতে লাগাতে পারেন নতুন গাছ।
রথযাত্রার দিন যদি কাউকে কিছু দান না করতে পারেন, তা হলে উল্টো রথের দিন কিছু দান করতে পারেন। এটিকে শুভ বলা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।