ভাইয়ের কপালে কীসের ফোঁটা দিলে পালাবে যম? চন্দন-চুয়া না অন্য কিছু?
credit: getty images
TV9 Bangla
ভাই-বোনের চিরন্তন অটুট সম্পর্কের নিদর্শন ভাইফোঁটা। সাধারণত এই দিন উপোস করে চন্দনের ফোঁটা দেওয়া রীতি রয়েছে। ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেন বোনেরা।
চন্দন ছাড়াও অনেকেই চুয়া, দই বা কাজলের ফোঁটাও দিয়ে থাকে। তবে আপনি কি জানেন, ভাইয়ের দীর্ঘায়ু বাড়াতে, অশুভের ছায়া মুছতে হলে কিন্তু চন্দনের ফোঁটা দিতে হবে রাশি মিলিয়ে! কোন রাশির জাতকদের কীসের ফোঁটা দেওয়া শুভ?
আপনার ভাই যদি মেষ রাশির জাতক হন তাহলে কেশরের তিলক লাগান। ভাই যদি বৃষ রাশির জাতক হন তাহলে কেশর রঙের সঙ্গে হলুদ মিশিয়ে নিয়ে সেই তিলক লাগান।
ভাই বা দাদার রাশি মিথুন হলে লাল সিঁদুর দিয়ে তিলক পরিয়ে দিন। আর যদি আপনার ভাই বা দাদার কর্কট রাশির জাতক হন তা হলে জাফরান রঙে কিছুটা হলুদ মিশিয়ে ফোঁটা দিন।
সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে কেশর শুভ। তাই ভাইকে কেশরের ফোঁটা দিতে পারেন। কন্যা রাশি জাতক হলে ভাই বা দাদার কপালে লাল সিঁদুর দিয়ে তিলক কাটতে পারেন।
তুলা রাশির জাতকদের জন্য হলুদ শুভ। আপনার ভাইয়ের রাশি তুলা হলে কেশরের সঙ্গে কিছু হলুদ মিশিয়ে ফোঁটা দিন। বৃশ্চিক রাশির জাতক হলে ভাই বা দাদাকে কেবল কেশরের ফোঁটা দেওয়া শুভ।
ধনু রাশির জাতক হলে ভাইয়ের কপাল থেকে দুর্ভোগের কালো মেঘ সরাতে হলুদের তিলক লাগাতে পারেন। মকর রাশির জাতকদের জন্য ভাইফোঁটায় লাল সিঁদুর ও চন্দন মিশিয়ে ফোঁটা দেওয়া ভাল।
কুম্ভ রাশির জাতকদের জন্যও কিন্তু লাল সিঁদুর ও চন্দনের তিলক লাগানো বেশ শুভ। এই বারে ভাইফোঁটায় সিঁদুর আর চন্দনের ফোঁটা দেওয়া তাই ভাল। ভাই বা দাদার রাশি মীন হলে কপালে হলুদের তিলক লাগাতে পারেন।