11 th July, 2025

ভাগ্য ফেরাতে কাকদের রুটি খাওয়াচ্ছেন, আসলে কী হয় জানেন?

TV9 Bangla 

Credit -  Getty Images

রোজ উচ্ছিষ্ট খাবার বা বাসি রুটি খাওয়ান কাককে? জীবনে কী পরিবর্তন হতে চলেছে, তা জানেনই না।

হিন্দু ধর্মে কাককে পূর্বপুরুষদের প্রতীক বলে মনে করা হয়।  এছাড়া শনিদেবের বাহনও কাক।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিদিন কাকদের রুটি খাওয়ালে অনেক উপকার পাওয়া যায়।

কুণ্ডলীতে থাকা পূর্বপুরুষের পাপ থেকে মুক্তি পাওয়া যায় কাকদের খাওয়ালে।

এছাড়া কাকদের খাওয়ালে ঘরে সুখ-শান্তি ফেরে। রাহু-কেতুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

বিশ্বাস করা হয়, কাকদের রুটি খাওয়ালে পূর্বপুরুষরা খুশি হন। ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

কিছু বিশ্বাস অনুসারে, প্রতিদিন কাকদের খাওয়ালে জীবন থেকে শত্রু দূর হয়। ব্যক্তিগত জীবনে উন্নতি হয়।

প্রতিদিন কাকদের রুটি খাওয়ালে শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, যা জীবনের অনেক বাধা দূর করে।