প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম
credit:Getty Images
TV9 Bangla
প্রতিদিন সম্পর্কের নতুন নতুন সংজ্ঞা তৈরি করছে যুব প্রজন্ম। বদলে যাচ্ছে সমীকরণগুলিও। সম্পর্কে জড়ালে বিয়ে করবে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক।
তবে এবার সেই চিরাচরিত প্রথাতেও দেখা যাচ্ছে বদল। সম্পর্কে জড়ালেও বিয়ে করতে অনীহা যুগলের মধ্যে। আলাদা থাকার প্রবণতা হয়ে উঠছে নতুন ট্রেন্ড। জনপ্রিয়তা পাচ্ছে 'লিভিং অ্যাপার্ট টুগেদার'।
আলাদা থাকার কথা শুনেই ভাববেন না যেন যে সম্পর্ক শেষ। ভালবাসা প্রেম সবই আছে তবু নিজেদের ব্যাক্তিগত স্পেস এবং জীবনধারা বজাড় রাখতেই নতুন প্রজন্মের দম্পতিদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে এই প্রবণতা।
এই প্রবণতার আরেকটি বড় কারণ হল এটি স্বামী বা স্ত্রীকে তাঁদের নিজস্ব আগ্রহ এবং ব্যাক্তিগত লক্ষ্যগুলি পূরণ করার জায়গা করে দেয়, যা হয়তো একসঙ্গে থাকলে অনেক সময় মানিয়ে নিতে হয়।
আবার অনেকে মনে করেন সারাক্ষণ কোনও মানুষের সঙ্গে থাকলে, একটা সময়ের পরে সম্পর্কে তিক্ততা চলে আসে। কিন্তু কম দেখা হলে নতুন সম্পর্কের মতো উত্তেজনা বজায় থাকে।
বিয়ে একটা প্রতিষ্ঠান, বিয়ে করলে যখন তখন সহবাস করা যায় এই ধরনের প্রাচীন চাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে মনে করেন অনেকেই। নিজেদের সম্পর্ককে নিজেদের মতো করে উপভোগ করতে পারেন।
এই ধরনের সম্পর্কে বেশ কিছু সমস্যাও দেখা যায়। প্রথম হল উচ্চ খরচ। দু'টো আলাদা সংসার থাকলে তার খরচ যে বেশি হয়। দূরত্বের কারণে অনেক সময় সম্পর্কের উপরে প্রভাব পড়ে।
ভারতেও বিভিন্ন মেট্রো সিটিগুলিতে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে অফিস বা নিজের পরিবারের কাছাকাছি থাকার জন্যও এই প্রবণতা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।