4th  July, 2025

মৃত্যুর পর মেলে না মুক্তি, ২৪ ঘণ্টা বাড়ির কাছেই ঘোরে আত্মা! কারণ শুনলে আঁতকে উঠবেন

TV9 Bangla 

Credit - Pixabay

মানব দেহ নশ্বর, তবে আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর পর আত্মা কোথায় যায়, জানেন?

গরুড় পুরাণে মৃত্যু ও তার পরবর্তী জীবন নিয়ে অনেক কথা বলা রয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে মৃত্যুর পর আত্মার কী হয়।

পুরাণ মতে, মৃত্যুর পর আত্মাকে যমলোকে যেতে হয়। যমরাজ নিজেই আসেন আত্মাকে নিয়ে যেতে।

তবে যমলোকে যাওয়ার পরও আত্মা ফিরে আসে। ২৪ ঘণ্টা পর আত্মা আবার পৃথিবীতে ফিরে আসে। তার বাসস্থানের আশেপাশেই ঘোরাফেরা করে।

বিশ্বাস করা হয়, মৃত্যুর পর যমরাজ আত্মাকে নিয়ে যান যমলোকে। সেখানে তাঁর কর্মের হিসাব করা হয়।

এরপরে পৃথিবীতে ফেরার পর আবার যমরাজ আত্মাকে তাঁর জীবিত অবস্থার কর্মফল দেখান।

এই কর্মফল দেখার জন্যই আত্মা ২৪ ঘণ্টা পৃথিবীতে ঘুরে বেড়ায়।

আত্মাকে স্মরণ করানো হয় তাঁর গত জন্মের কর্মফল। পাশাপাশি পরবর্তী জীবনের জন্য়ও প্রস্তুত করা হয়।