08 JUN 2025

মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখার সঠিক নিয়ম জানা আছে? নাহলে কিন্তু বড় বিপদ

credit:TV9

TV9 Bangla

মা-বাবা হোক বা দাদু-ঠাকুমা, বা অন্য কোনও আপনজনের মৃত্যু হলে তাঁর স্মৃতি হিসাবে একটি ছবি আমার রেখে দিই বাড়িতে। মনে করি এতে তাঁদের আশির্বাদ বর্ষিত হয়। কিন্তু সত্যিই কি তাই? কী বলছে শাস্ত্র?  

অনেক বাড়িতেই দেখা যায় যে গুরুজনদের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে রাখা হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এই রকম করা একেবারেই উচিত নয়।

মৃত ব্যক্তির ছবি কখনও দেওয়ালে টাঙিয়ে রাখা উচিত নয়। এই ছবি রাখতে হবে ফটো স্ট্যান্ডে, অর্থাৎ যা টেবিলের ওপর বা যে কোনও জায়গায় রাখা যায়।

বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না। এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসতে পারে নানা সঙ্কট। জীবিত ব্যক্তির আয়ু কমতে পারে।

পুর্বপুরুষদের ছবি কখনও দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই, এটিকে অশুভ বলে মনে করা হয়। গুরুজনদের ছবি রাখার নির্দিষ্ট দিক রয়েছে।

এই রকম ছবি সব সময় উত্তর দিকে রাখতে হয়। এমন ভাবে রাখবেন যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে। এমন জায়গায় রাখতে নেই যাতে সব সময় সেই ছবি মানুষের নজরে পরে। এতে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।

পুর্বপুরুষদের ছবি খুব বেশি সংখ্যায় ঘরে রাখতে নেই। একটি রাখাই যথেষ্ট। এই ধরনের ছবি কখনও ডাইনিংরুম, বেডরুম বা রান্নাঘরে রাখতে নেই।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।