26 DEC 2024

জলপথে ভারতের সঙ্গে কোন কোন দেশ সীমানা ভাগ করে নেয়? সঠিক উত্তর জানেন না ৯০ শতাংশই

credit: Getty Images

TV9 Bangla

ভারত এমন এক দেশ যার তিন দিক জল দিয়ে ঘেরা। একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর, আরেক দিকে আরব সাগর। এই তথ্য সকলের জানা।

জল ভাগে কোন কোন দেশের সঙ্গে সীমানা ভাগ করে নেয় ভারত, জানেন? ভৌগোলিক অবস্থান হিসাব করলে দেখা যায় জলভাগে দুটি দেশের সঙ্গে সীমানা ভাগ করে নেয় ভারত।

শ্রীলঙ্কা এবং মলদ্বীপ এই দুই দেশের সঙ্গে সীমানা ভাগ করে নেয় ভারত। এই দুটি দেশই ভারত মহাসাগরে অবস্থিত ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। এই দুই দেশ কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কার সঙ্গে ভারতের জল সীমানা নিয়ে রয়েছে বহু চুক্তি। এই সীমানা বর্হি শত্রুর হাত থেকে ভারতকে রক্ষা করতে নিরাপত্তা জনিত কারণে এবং ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ।

তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যেকার 'গালফ অব ম্যানার' জৈবিক বৈচিত্র্য এবং আন্তর্জাতিক সুরক্ষা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

সামুদ্রিক নিরাপত্তার এবং আঞ্চলিক সহযোগিতার দিক থেকে দেখলে খুবই গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মলদ্বীপের সঙ্গে ভারতের সীমানা।

১৯৭৪-৭৬ সালে একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সমুদ্র সীমা নিশ্চিত করা হয়। সেই মতো প্রত্যেক দেশ মধ্যরেখার নিয়ম মেনে চলে। প্রত্যেক দেশের সমুদ্র সীমা নিশ্চিত করাই ছিল এই চুক্তি করার প্রাথমিক উদ্দেশ্য।

বিশেষ করে তিন দেশের সমুদ্র সীমার মিলন স্থান গুরুত্ব অপরিসীম। সেই অংশে কারা মাছ ধরতে পারবেন, কারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারবেন তাও নির্ভর করে চুক্তির উপরে।