কোন আঙুলে কোন পাথর ধারণ করলে কীসের উন্নতি হয় জানেন?
Credits:, Getty Images
TV9 Bangla
জ্যোতিষশাস্ত্রে রত্ন পরার মাধ্যমে গ্রহদোষ দূর করা, ভাগ্যে উন্নতি এবং মানসিক প্রশান্তি অর্জনের নানা উপায় বলা হয়েছে। অনেককেই হাতে পান্না, মুক্ত বা অনান্য পাথর ধারণ করতে দেখা যায়।
তবে শুধু সঠিক রত্নই যথেষ্ট নয়, তা কোন আঙুলে পরা হচ্ছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি আঙুল একেকটি গ্রহের প্রতীক। ভুল আঙুলে রত্ন পরলে আশীর্বাদ নয়, বরং বিপরীত ফলও আসতে পারে। কোন আঙুলে কোন পাথর পরলে কী হয়?
তর্জনী - এই আঙুল বৃহস্পতির প্রতীক। শিক্ষাবিদ, গুরু, আইনজীবী বা যাঁরা উচ্চ চিন্তাশীলতার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ। পোখরাজ ধারণ করতে পারেন। জ্ঞান বৃদ্ধি, শিক্ষা ও ভাগ্যোন্নতির প্রতীক এটি।
মধ্যমা - এটি শনির আঙুল বলে মানা হয়। শনি ধৈর্য, বিচারবোধ ও কর্মফল নিয়ন্ত্রণ করে। এই আঙুলে নীলা বা হাকিক পরতে পারেন। এতে কর্মক্ষেত্রে সাফল্য আসে, শত্রু দমন, দীর্ঘস্থায়ী স্থিতি পাওয়া যায়।
অনামিকা - সূর্যের প্রতীক এই আঙুল। আত্মবিশ্বাস, নেতৃত্ব, খ্যাতি ও আত্মমর্যাদার সঙ্গে জড়িত। এই আঙুলে চুনি ধারণ করলে সম্মান বৃদ্ধি হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে, মন শক্তিশালী হয়।
কনিষ্ঠা - এই আঙুলটি বুধ গ্রহের অধীন। যোগাযোগ, ব্যবসা-বুদ্ধি এবং লেখনীর উপর প্রভাব ফেলে। বুদ্ধি, স্মৃতিশক্তি ও আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইলে পান্না ধারণ করতে পারেন।
বুড়ো - বৃহদান্ত্র ও শক্তির প্রতীক হলেও এ আঙুলে খুব কম রত্ন পরা হয়। তবে কিছু ক্ষেত্রে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্য রত্ন বা ধাতব আংটি পরা যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। রত্ন পরার আগে জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।