মুলতানি মাটি টানা ৭ দিনে ত্বকে মাখলে কী হবে জানেন?
Credits:, TV9
TV9 Bangla
মুলতানি মাটি, ত্বকের যত্ন নিতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ঘরোয়া উপাদানের জুড়ি মেলা ভার। এমনকি বহু রূপচর্চার সামগ্রীতেও থাকে মুলতানি মাটি। অনেকেই হয়তো বড় কোনও অনুষ্ঠানের কিছুদিন আগে থেকেই শুরু করে দেন মুলতানি মাটি মাখা। কিন্তু আদপে এই মুলতানি মাটি মাখা কতটা কার্যকর?
ভারতীয় আয়ুর্বেদ ও প্রাকৃতিক রূপচর্চায় বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। এতে রয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম বেন্টোনাইট, যা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ব্রণ কমাতে সাহায্য করে এবং মুখ সতেজ রাখে। টানা ৭ দিন কী হতে পারে জানেন?
মুলতানি মাটি মুখের অতিরিক্ত তৈলাক্তভাব শোষণ করে মুখকে মাটিফায়েড ও পরিষ্কার রাখে। যাদের অয়েলি স্কিন, তারা এতে আরাম পেতে পারেন। এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান রোমছিদ্র বন্ধ হওয়া রোধ করে, ফলে ব্রণ হওয়ার সম্ভাবনাও কমে যায়।
নিয়মিত ব্যবহারে ত্বকে জমে থাকা ধুলো, মৃত কোষ দূর হয় ও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। কেমিকেল ছাড়া এই প্রাকৃতিক উপাদানটি স্কিনকে ক্লিঞ্জ করে পরিষ্কার রাখে।
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে: মুলতানি মাটি ত্বকের স্বাভাবিক তেলও শুষে নেয়। টানা ৭ দিন ব্যবহারে ত্বকে টান টান ভাব, রুক্ষতা, এমনকি চুলকানিও দেখা দিতে পারে।
সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া: কারও কারও ক্ষেত্রে এটি চুলকানি বা লালচে ফুসকুড়ি তৈরি করতে পারে, বিশেষ করে সংবেদনশীল স্কিনে।
ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে: প্রতিদিন ব্যবহারে স্কিনের সুরক্ষামূলক প্রাকৃতিক তৈলাক্ত স্তর নষ্ট হতে পারে, যা পরিবেশগত দূষণ বা রোদে সহজে ক্ষতি ডেকে আনতে পারে।
টানা ৭ দিন ব্যবহার না করে সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করাই ভাল। মুলতানি মাটির সঙ্গে দুধ, গোলাপ জল বা মধু মিশিয়ে ব্যবহার করলে শুষ্কতা কিছুটা কমে। ব্যবহারের পর ভালভাবে ময়েশ্চারাইজার লাগানো উচিত।