টাকার ব্যাগে বা সিন্দুকে তুলসী ফুল রাখলে কী হয় জানেন?
credit:Getty Images
TV9 Bangla
হিন্দু ধর্মে তুলসী গাছের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তুলসী পাতা, তুলসী ফুল সব কিছুর গুরুত্ব রয়েছে। যে কোনও পুজোতেই মাস্ট এই তুলসী পাতা।
জীবনে তুলসী গাছের একটা ইতিবাচক প্রভাব রয়েছে। এই গাছকেও পবিত্র বলে বিবেচনা করা হয়। অনেকেই আবার তুলসী ফুল সিন্দুকের মধ্যে রেখে দেন। কিন্তু কেন জানেন?
হিন্দু শাস্ত্র মতে সিন্দুকের মধ্যে তুলসী ফুল রাখলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে এই ফুল।
শাস্ত্র মতে ধন সম্পদের দেবী লক্ষ্মীও তুলসী ফুল খুব পছন্দ করেন। তুলসী ফুল সিন্দুকের মধ্যে রাখলে দেবী লক্ষ্মীর আশির্বাদ বজায় থাকে।
বিশ্বাস করা হয় যে সিন্দুকের মধ্যে বা বাড়িতে যেখানে টাকা-পয়সা থাকে সেখানে তুলসী ফুল রাখলে আর্থিক সমৃদ্ধি আসে। সম্পদকে আকর্ষণ করে। আর্থিক স্থিতিশীলতা আসে।
তুলসী ফুলে রয়েছে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতাও। সিন্দুকের মধ্যে তুলসী ফুল রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।
তুলসী গাছ পবিত্রতার প্রতীক। তুলসী ফুল সিন্দুকে রাখলে পবিত্রতা বজায় থাকে। টাকাও পবিত্র বলে বিবেচিত হয়।
মনে রাখবেন পবিত্রতা বজায় রাখার জন্য নিয়মিত তুলসী ফুল পরিবর্তন করতে হয়। শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে তুলসী ফুল পরিবর্তন করুন।