4th July, 2025
ঘরে তুলসী পাতার জল ছেটালে কী হয় জানেন?
TV9 Bangla
Credit - PTI
হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের গুণও অনেক।
অনেকেই বাড়িতে প্রতিদিন তুলসী পাতার জল ছেটান। এটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু কেন এই কাজ করা হয় জানেন?
ধর্মীয় মতে, তুলসী অত্যন্ত পবিত্র। ঘরে তুলসী পাতার জল ছেটালে পরিবেশ শুদ্ধ হয়।
বিশ্বাস করা হয় যে তুলসীতে বাস করেন লক্ষ্মী দেবী। তাই তুলসী পাতার জল ছেটালে ঘরে সুখ, সমৃদ্ধি ও সম্পদ আসে।
যেহেতু তুলসী বিষ্ণুর খুব প্রিয়, তাই মনে করা হয়, তুলসী পাতার জল ছেটালে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।
তুলসীর জলে পজেটিভ এনার্জি থাকে। তুলসী পাতার জল ছেটালে ঘরে নেগেটিভ এনার্জি দূর হয়। সুখ-শান্তি ফেরে।
বিশ্বাস করা হয়, তুলসীর জল ছেটালে বাস্তুদোষও কেটে যায়।
তুলসী পাতা দিয়ে চরণামৃতও তৈরি করা হয়। তুলসী পাতার জল পান করা শরীরের পক্ষে খুব উপকারী, কারণ এতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।
আরও পড়ুন