হিন্দ মতে কেউ মারা গেলে তাঁর পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনেরা তাঁর শেষ কৃত্য সম্পন্ন করেন। চোখে তুলসী পাতা দিয়ে, চন্দনের টিপ পরিয়ে কাঁধে করে মরদেহ নিয়ে যাওয়া হয় শশ্মানে।
অনেকেই আবার এই কাজটির সময় পিছিয়ে আসেন। কেউ মারা গেলে নানা কারণে তাঁরা নিজের আত্মীয় স্বজনের মরদেহকে কাঁধ দিতে চায় না।
কেউ ভাবেন মরদেহকে কাঁধ দিলে অমঙ্গল হতে পারে। কিন্তু বাস্তবটা কী? কী বলছে পুরাণ? এই বিষয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডেবিক ডি একটি পোস্ট শেয়ার করেছেন।
পুরাণ মতে মৃত দেহকে কাঁধ দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। গরুড় পুরাণ অনুসারে আপনি যদি মর দেহকে কাধ দেন তবে আপনার অতীতের পাপ ক্ষমা হয়ে যায়।
প্রচলিত বিশ্বাস অনুসারে বলা হয়, মৃত ব্যাক্তির শেষ যাত্রায় কাঁধ দিলে সেই ব্যাক্তি আপনার পাপ দূর করে।
ভবিষ্যতে আপনি যে ভাল কাজ করবেন সেই অনুযায়ী তার কর্মফল আপনি পাবেন। সেই সব পুণ্যের ফল পাবেন আপনি।
আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যদি কারও শেষ কৃত্য সম্পন্ন করতে সাহায্য করেন তবে তা আপনার পরোপকার সত্ত্বার প্রতিনিধি।
এই কাজ সম্পন্ন করলে একটি মহাযজ্ঞ সম্পন্ন করার সমান পুণ্য মেলে। তাই অন্যের বিপদের দিনে পাশে দাঁড়ালে আপনার পুণ্য হবে।