যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে তুলতেই একদিন আবিষ্কার হয়েছিল ফোন কলের। দিনের পর দিন বিজ্ঞানের অগ্রগতির সঙ্গেই এসেছে মোবাইল ফোন।
এসেছে স্মার্ট ফোনের যুগ। এখন মোবাইল থেকে কম্পিউটার, ক্যামেরা সব কাজই হয় স্মার্ট ফোনে। এমনকি টেপ রেকর্ডারের কাজ করে দিতে পারে মুঠোফোন।
একটি বোতাম টিপলেই আপনি কী কথা বলছেন সেই সব রেকর্ড হয়ে যায়। যা পরবর্তী কালে চাইলেই শুনতে পারবেন।
অনেকেরই সব কল রেকর্ড করার অভ্যাস আছে। কিন্তু কারও অনুমতি ছাড়া কল রেকর্ড করলে কী হয় জানেন?
সাইবার আইন কিন্তু বলছে এটা শাস্তি যোগ্য অপরাধ। আপনি যদি অন্য ব্যক্তির অনুমতি না নিয়ে কল রেকর্ড করেন, তাহলে তা গোপনীয়তার অধিকার লঙ্ঘন বলে বিবেচিত হবে।
আপনার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ জানায় বা ধরা পরেন তবে পুলিশ আপনার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে পারে। আপনাকে জেলও যেতে হতে পারে।
যদিও এখন বেশিরভাগ স্মার্ট ফোনে কল রেকর্ডিং করলে একটি সিস্টেম জেনেরেটেড ভয়েস আগেই জানান দিয়ে দেয়, আপনার কলটি রেকর্ড করা হল বলে।
অনেক পুরনো ফোনে এখন নোটিফিকেশন ছাড়াই নিশঃব্দে কল রেকর্ড করা যায়। এতেই কিন্তু বিপদে পড়তে পারেন আপনি। যদ ফোনের অটো-রেকর্ডার অন থাকে তবে তা এখুনি বন্ধ করে দিন।