আমাদের অনেকেরই অভ্যাস কোল্ড ড্রিঙ্কের বোতল ফেলে না দিয়ে তা বাড়িতে জমিয়ে রাখা। এমনকি তা দিয়ে জল খাওয়ার অভ্যাসও রয়েছে অনেকের। কিন্তু জানেন কত বড় ক্ষতি হচ্ছে?
বারবার ব্যবহারের জন্য কোনওভাবেই এই বোতলগুলি তৈরি নয়। কোল্ড ড্রিঙ্কের বোতল একবার ব্যবহারের জন্য তৈরি করা হয়। তাই একে বারবার ব্যবহার করাটা স্বাস্থ্য ঝুঁকি যে বাড়ায় তা বলাই বাহুল্য।
বেশিরভাগ কোল্ড ড্রিঙ্ক বোতল প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যেটা সাধারণত PET (Polyethylene Terephthalate)। বারবার ব্যবহারে বা তাপে, এর থেকে BPA বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক জলে মিশে যেতে পারে।
বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসার ঝুঁকি বাড়ে। এইসব রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে ক্যানসার, বন্ধ্যাত্ব, এবং হরমোনজনিত রোগ হতে পারে এর ফলে।
জার্ম বা ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কাও থেকে যায়। বোতল সঠিকভাবে পরিষ্কার না করলে এতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে, যা পেটের অসুখ, বমি, ডায়রিয়ার কারণ হতে পারে।
জলের স্বাভাবিক গন্ধ ও স্বাদ নষ্ট হতে পারে। কোল্ড ড্রিঙ্কের গন্ধ বা রাসায়নিক উপাদান বোতলে থেকে যেতে পারে। যা জলের স্বাদ খারাপ করে দিতে পারে।
সূর্যের আলো বা তাপের প্রভাবে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে। বোতল রোদে বা গরমে থাকলে প্লাস্টিকের গঠন ভেঙে ক্ষতিকর রাসায়নিক জলে মিশে যেতে পারে। এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর।
বিশুদ্ধ জল খাওয়ার জন্য স্টিল, কাঁচ বা কেমিক্যাল ফ্রি Bisphenol A (BPA-free) প্লাস্টিক বোতল ব্যবহার করা ভাল। তা স্বাস্থ্যের জন্য উপকারী। দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি থাকে না।