বর্ষায় জামা-কাপড় শুকানোর সমস্যায় জেরবার হন অনেকেই। শীতেও একই সমস্যা। অনেকেই ঘরের মধ্যে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকান।
তবে এই অভ্যাসের কিছু ক্ষতিকর দিক রয়েছে। ভেজা কাপড় শুকানোর ফলে ঘরের ভেতরে জলীয়বাষ্প তৈরি হয়।
ঘরে আর্দ্রতা বেড়ে গেলে ছত্রাক (ফাঙ্গাস) তৈরি হতে পারে। দুর্গন্ধ ছড়াতে পারে। এই পরিবেশে থাকলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, অ্যালার্জি, এবং হাঁপানির মতো রোগ হতে পারে।
ঘরের হাওয়া-বাতাসে অতিরিক্ত ডিটারজেন্টের অবশিষ্টাংশ মিশে গিয়ে Indoor Air Quality খারাপ করতে পারে।
দীর্ঘদিন এই অভ্যাস থাকলে কাঠের আসবাবপত্রে ফাঙ্গাস তৈরি পড়তে পারে। দেয়ালে আর্দ্রতা জমে রঙ খসে যেতে পারে।
ভেজা কাপড়ের আর্দ্রতা ফ্যানে গিয়ে ধুলা আটকে দেয়, ফলে ফ্যান ধীরে চলে এমনকি বিকলও হতে পারে।
ঘরের মধ্যে জামা-কাপড় শুকানোর সময় জানালা বা দরজা খুলে দিন, তাতে বায়ু চলাচল ভাল হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে।
সম্ভব হলে Exhaust Fan ব্যবহার করুন। বেশি আর্দ্রতার সমস্যা এড়াতে ডি-হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।