06 JAN 2025

কোন দেশে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হয় জানেন?

credit: Getty Images

TV9 Bangla

সময় বদলেছে, এখন বিচ্ছেদকেও সেলিব্রেট করতে শিখেছে নতুন প্রজন্ম। আগের থেকে বেড়েছে বিচ্ছেদের সংখ্যাও। আবার কত কিছু নিয়ে যে আজকাল রেকর্ড হচ্ছে তার ইয়ত্তা নেই।  

এমনকি বিবাহ বিচ্ছেদ এখন বিশ্ব রেকর্ডের বিষয়। ভারতের প্রতিবেশী এমন এক দেশ আছে, যেখানে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। জানেন বিবাহ বিচ্ছেদের দিক থেকে এগিয়ে বিশ্বের কোন কোন দেশ?

ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মলদ্বীপ। ভারতের সঙ্গে জল সীমানা ভাগ করে নিয়েছে এই ছোট্ট দেশ। ক'দিন আগেও ভারতের সঙ্গে সেনা সরানো নিয়ে সংঘাত হয়েছিল দুই দেশে।

২০২২ সালের পরিসংখ্যান বলছে এই দেশেই বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। ২০২২ সালে রেকর্ড সংখ্যক বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে এখানে।

এমনকি ২০২২ সালে বিচ্ছেদের কারণে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নতুন রেকর্ড যুক্ত হয়। জানা গিয়েছে সেই বছরে প্রতি ১০০০জনের মধ্যে ১১ জনের বিচ্ছেদ হয়।

কিন্তু কেন হঠাৎ এই বিচ্ছেদের ঘটনা? নানা প্রতিবেদনের দাবি, এখানকার নারীরা আর্থিকভাবে অনেক বেশি সাবলম্বী। তাঁরা আর্থিক ভাবে স্বাচ্ছল।

তাই নিজের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম। বিচ্ছেদের ঘটনা বাড়ায় নড়েচড়ে বসে সরকারও। বিচ্ছেদ নিয়ন্ত্রণ করতে সরকার জানায় আদালতে না গিয়ে আলাদা হয়ে গেলে স্বামীদের ভারী জরিমানা দিতে হবে।

তবে এর কোনও প্রভাব পড়েনি। বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর বাবা-মায়ের বিচ্ছেদ ব্যাপক পরিমাণে প্রভাবিত করছে সন্তানদেরও। যদিও এর ফলে বিচ্ছেদের ঘটনায় খুব একটা পার্থক্য হয়নি।