28th June, 2025
জানেন কোন ফুল ছাড়া দেবী বিপত্তারিণীর পুজো অসমাপ্ত?
TV9 Bangla
Credit - Pinterest
বাড়িতে পুরোহিত ছাড়াই যে কেউ করতে পারেন বিপত্তারিণী পুজো। তার জন্য কয়েকটি জিনিস ও পুজোর মন্ত্র জেনে নিতে হয়।
আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মাঝে যে মঙ্গলবার এবং শনিবার পড়ে, সেই সময় হিন্দু মহিলারা বিপত্তারিণীর ব্রত পালন করেন।
পুরোহিত ছাড়া বাড়িতে বিপত্তারিণী ব্রত ও পুজো করলে লাগবে ঘট, আম পল্লব, শীষ-সহ কচি ডাব, ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল, ১৩ গাছি গিঁট দেওয়া লাল সুতো ও ১৩টি দুর্বা, ১৩টি পান, ১৩টি সুপুরি।
বিপত্তারিণী দেবীর অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ও পদ্ম। তাই দেবীর পুজোর আয়োজন এই দুটি ফুল ছাড়া পূর্ণ হয় না।
বিপত্তারিণী পুজো করলে ও ব্রতপাঠ করলে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে অন্যতম হল, এই পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হয়।
এ ছাড়া বিপত্তারিণী পুজো ও দেবী বিপত্তারিণীর ব্রতকথা পাঠ শেষ হয়ে গেলে ব্রতীকে ১৩টি করে লুচি ও ফল আহার করতে হয়।
প্রথা অনুযায়ী বিপত্তারিণী পুজোর পর হাতে লাল তাগা পরার নিয়ম রয়েছে। পুজো শেষে লাল সুতোয় দুর্বাঘাস দিয়ে তাগা পরেন মহিলা ও পুরুষরা।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন