21 NOV 2024

সময় লাগে মাত্র ৪৭ সেকেন্ড, বিশ্বের সবচেয়ে ছোট প্লেন রুট কোনটা জানেন?  

credit: Getty Images

TV9 Bangla

প্লেনে চড়তে কে না ভালবাসেন। বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির কাছে প্লেনে চড়া আজও স্বপ্নের মতোই। আচ্ছা জানেন বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমান রুট কোনটি?

বিশ্বের সবেচেয়ে ছোট বাণিজ্যিক বিমান রুটটি কিন্তু এখানে নয়, রয়েছে বিদেশে। স্কটিশ আইল্যান্ড অফ ওয়েস্ট্রে থেকে পাপা ওয়েস্ট্রের মধ্যে এই বিমানটি চলে।

বিশ্বের সবচেয়ে ছোট বা সংক্ষিপ্ততম নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট হল এটি। এই লোগানএয়ার জানেন এই বিমানে যেতে কত সময় লাগে?

আসলে এই বিমানটি যে রুটে চলে তার দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার। বিমানটি আকাশে ওড়া থেকে নিজের গন্তব্যে পৌঁছতে সময় নেয় ১ মিনিট ১৪ সেকেন্ড।

যদি আবহাওয়া ভাল থাকে, তাহলে এই দূরত্ব যেতে কিন্তু আরও কম সময় লাগে। ওয়েদার ভাল থাকলে মাত্র ৪৭ সেকেন্ডেই গন্তব্যে পৌঁছতে পারে বিমান।

সপ্তাহে ছয় দিন এই বিমান স্কটিশ আইল্যান্ড অফ ওয়েস্ট্রে থেকে পাপা ওয়েস্ট্রের মধ্যে যাতায়াত করে। কেবল শনিবার বন্ধ থাকে এই বিমান।

স্থানীয় স্কটিশ বিমান সংস্থা লোগানএয়ার এই বিমানটি চালায়। ১৯৬৭ সালে প্রথম এই রুটে বিমান চলাচল করে। খুব শীঘ্রই বিশ্বের সংক্ষিপ্ততম বিমানের রেকর্ড ভাঙে এই বিমান।

স্থানীয়দের যাতায়াতের জন্য এই বিমান রুটটি খুবই গুরুত্বপূর্ণ। এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে জলপথের চেয়ে অনেক তাড়াতাড়ি পৌঁছনো যায়।