বিশ্বের সবচেয়ে ধনী রাজা কে জানেন? কেউ হয়তো বলবেন ইংল্যান্ডের রাজা। আসলে কিন্তু তা মোটেই নয়। বিশ্বের ধনীতম রাজার সম্পত্তির পরিমাণ কিন্তু ইংল্যান্ডের রাজার থেকেও বেশি।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে তাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন হলেন বিশ্বের ধনীতম রাজা। তাঁর থেকে বেশি ধনী রাজা আর কেউ নেই।
২০১৯ সালে বাবার মৃত্যুর পরে সিংহাসনে বসেন তিনি। রাজা মহা ভাজিরালংকর্ন দশম রাম হিসাবেও পরিচিত। একাধিক প্রতিবেদন অনুসারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার।
ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লক্ষ কোটি টাকা। বিভিন্ন জায়গায় বিনিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ লাভ করেন তাইল্যান্ডের রাজা। রিয়েল এস্টেট, সিমেন্ট কোম্পানি, ব্যাঙ্ক অব তাইল্যান্ডে তাঁর বিনিয়োগ রয়েছে।
তাইল্যান্ডের রাজার ব্যাক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। জানা যায়, একাধিক নারীকে বিয়ে করেছেন তিনি। নামজাদা অভিনেত্রী এমনকি বোনকেও বিয়ে করেছেন মহা ভাজিরালংকর্ন।
এখনও অবধি চার বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। ১৯৭৭ সালে প্রথম বোনকে বিয়ে করেন তিনি। তারপর এক অভিনেত্রীর সঙ্গে গাটছড়া বাঁধা হয়। এর পর ২০০১ এবং ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন মহা ভাজিরালংকর্ন।
তাইল্যান্ডের রাজার শিক্ষা সম্পন্ন হয়েছে ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায়। পেশায় একজন ফাইটার পাইলট মহা ভাজিরালংকর্ন। তাইল্যান্ড সেনার হয়েও কাজ করেছেন।
মহা ভাজিরালংকর্নের বাবাও ছিলেন অত্যন্ত বিত্তবান ব্যাক্তি। ২০১১ ফোর্বস ধনীতম রাজাদের তালিকায় একদম উপরে ছিলেন মহা ভাজিরালংকর্ন বাবা রাজা ভূমিবল অতুল্যতেজ।