অফিসের মধ্যে কাজের খুব ব্যস্ততা কিংবা বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা, আবার কখনও বা কিছু চিন্তা করতে করতে অবচেতন মনে আঙুল মুড়িয়ে তা মটমট করে শব্দ বের করেন।
এই বিষয়টিকে কেউ আঙুল ফাটানো বলেন, কেউ আবার বলে থাকেন আঙুল মটকানো। তা সে যাই হোক না কেন সাময়িক আরাম কিন্তু মেলে।
এই আঙুল ফাটানো নিয়ে ভ্রান্ত ধারণা আছে অনেকেরই। কেউ বলেন আঙুল ফাটানোর ফলে পরবর্তী কালে বাতের সমস্যা হয়, কেউ আবার বলেন আঙুলের হাড় মোটা হয়ে যায়। কিন্তু আঙুল কেন ফাটে সেটা কি জানেন?
আঙুলের অস্থিসন্ধিতে কিছু বাড়তি জায়গা থাকে। ওইখানে তরল পদার্থ জমা হয়। এবার আঙুল ফাটানোর সময়ে সেই অস্থির ফাঁক বাড়ে। এর ফলে কিছু বুদবুদ তৈরি হয়। সেটা যখন বের হয় তখনই মটমট শব্দ তৈরি হয়।
কয়েকজন গবেষক আবার এও মনে করেন যে আঙুল ফাটানোর জন্য দুটি হাড়ের মধ্যে কিছু ফাঁকা জায়গা থেকে। সেখানে একটা চাপ পড়ে। সেই সময় হাড়ের মজ্জার অংশ ভিতরে ঢোকে। আর তখনই শব্দ তৈরি হয়।
তবে ঘন ঘন আঙুল ফাটানোর ফলে হাড়ের সংযোগস্থলের কোষের ক্ষতি হতে পারে। এতে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে।
আঙুল ফুলে যাওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আঙুলের স্নায়ুর পাশাপাশি শরীরের অন্য স্নায়ুরও ক্ষতি হতে পারে।
তবে কয়েকটি গবেষণায় আবার এটাও বলা হয়েছে এই আঙুল ফাটানোর অভ্যাস তেমন ক্ষতিকারক নয়।