ছোট বেলা থেকেই দেখে আসছেন, সিনেমা বা সিরিয়ালে হোলির সময়ে সকলে সাদা পোশাক পরেন। বর্তমানে সেটাই ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে পোশাক নিয়ে সর্বদা সচেতন নতুন প্রজন্মের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
বিভিন্ন হোলি বা দোলের পার্টিতেও সাদা পোশাকের থিম নির্বাচন করা হয়। সেটা পঞ্জাবি, শাড়ি, চুড়িদার বা শার্ট, টি-শার্ট যাই হোক না কেন। রংটা সাদাই থাকে।
প্রশ্ন হল কোথা থেকে এল এই ট্রেন্ড। রঙের উৎসবের দিন পোশাক কেন সাদা হবে। নিছকই সিনেমা-সিরিয়াল দেখে এই ট্রেন্ড নাকি নেপথ্যে আছে কোনও বড় কারণ?
বিশেষজ্ঞরা অনেকেই কিন্তু মনে করছেন, এর নেপথ্যে কিন্তু জ্যোতিষ প্রভাব। আসলে প্রাচীন শাস্ত্র মতে, জ্যোতিষ মতে, সাদা রঙ শান্তির প্রতীক।
রঙের উৎসবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই সাদা পোশাক পরার রেওয়াজ চলে আসছে। মূলত হিন্দুদের উৎসব হলেও হোলি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হয়ে উঠেছে।
ভেদাভেদ ভুলে, হিংসা-শত্রুতা ভুলে মানবিক হয়ে ওঠার বার্তা দেয় এই উৎসব। সেই কারণেই এই উৎসবে শামিল হতে সাদা রঙের পোশাক বেছে নেওয়ার চল।
অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয়ের বার্তা দেয় এই রং। কেউ কেউ মনে করেন, হোলির সময় আবহাওয়ার পরিবর্তন হয়। ধীরে ধীরে গরম পড়তে শুরু করে। অনেকেরই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
সাদা পোশাক শরীর ঠাণ্ডা রাখে। ফলে গরমেও শরীর সুস্থ থাকে। সাদা রঙের অন্তর্নিহিত থাকে সাতটা রং। সেই কারণেও অনেকে বলেন, দ্বৈত অর্থে এই সাদা পোশাক চল।