তিন পাতা বিশিষ্ট বেল পাতা হল জগৎ সংসারের ত্রয়ীর প্রতীক। অর্থাৎ ত্রিভুবনের তিন শক্তি – ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই ত্রিদেবকে উল্লেখ করে এই তিনটি পাতা।
বেলগাছকে মহাদেবের বিশেষ আশীর্বাদপুষ্ট গাছ হিসেবে মানা হয়। কথিত রয়েছে যে, দেবী পার্বতীর কপালের ঘাম মাটিতে পড়ার পর বেল গাছ সৃষ্টি হয়েছিল। যার ফলে বেল গাছ মহাদেবের অত্যন্ত প্রিয়।
অনেকেই বিশ্বাস মহাদেব একখানা বেল পাতাতেই সন্তুষ্ট। শিব ঠাকুরের পুজো বেল পাতা ছাড়া অসম্পূর্ণ। হিন্দুশাস্ত্রে বেলপাতার অনেক গুরুত্ব রয়েছে।
ভোলেবাবার পুজো থেকে শুরু করে অনান্য সব পুজোতেই এই পাতার প্রয়োজন হয়। তিন পাতা বিশিষ্ট বেলপাতাকে পবিত্র মানা হয়। যা হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ।
বেলপাতার তিনটি পাতার কোনটির অর্থ কী? ব্রহ্মা (সৃষ্টিকর্তা): - বেলপাতার প্রথম পাতাটি ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা হলেন এই বিশ্বের সৃষ্টিকর্তা।
বিষ্ণু (সংরক্ষণকারী): - বেলপাতার দ্বিতীয় পাতাটি বিষ্ণুর প্রতীক। ভগবান বিষ্ণু হলেন সেই দেবতা যিনি এই বিশ্বকে রক্ষা করেন।
মহেশ্বর (ধ্বংসকারী): - বেলপাতার তৃতীয় পাতাটি মহেশ্বরের প্রতীক। মহেশ্বর হলেন সেই দেবতা যনি এই বিশ্বকে ধ্বংস করেন এবং নতুন করে সৃষ্টি করার জন্য প্রস্তুত করেন।
এই ত্রিদেবের শক্তি সম্মিলিতভাবে সৃষ্টি, রক্ষা এবং ধ্বংসের চক্রকে সম্পন্ন করে। তাই বেলপাতার তিনটি পাতাকে এই ত্রয়ীর প্রতীক হিসেবে ধরা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।