2nd July, 2025

ফ্রিজের জল বেরিয়ে ভেসে যাচ্ছে ঘর? মুক্তির উপায় কী

TV9 Bangla 

Credit - Getty Images 

গরম কাল হোক বা শীতকাল বা গ্রীষ্মকাল ফ্রিজ থেকে জল বের হওয়ার সমস্যায় জেরবার অনেকেই। অনেকেই বুঝে উঠতে পারেন না কেন আচমকা এই সমস্যা হচ্ছে। এদিকে ততক্ষণে ভেসে যাচ্ছে ঘর।

অনেক সময় দীর্ঘদিন ডিফ্রস্ট না করলে ডিপ ফ্রিজের ভিতর বরফ জমাট বেঁধে যায়। আর ডিফ্রস্ট করলেই গলতে শুরু করে বরফ। অনেকেই বলেন তারপরই জল বের হওয়ার সমস্যা অনেকটাই বেড়ে যায়।

ডিফ্রস্ট করার পর ফ্রিজ থেকে গলে বের হওয়া জল ফ্রিজের পিছনে বা নিচে একটি ড্রিপ প্যানে জমা হয়। অনেক সময় সেটি ভরে গেলে বা সঠিকভাবে বসানো না থাকলে জল বাইরে চলে আসে।

এই সমস্যা থেকে মুক্তির জন্য ডিফ্রস্ট করার পর ভাল করে ড্রিপ প্যানে নজর রাখতে হবে। উপচে পড়ার আগেই সেখান থেকে জল তুলে ফেলে দেওয়া উচিত।

ফ্রিজের জল গলে নিচে একটি ড্রেন হোল দিয়ে বের হয়। যা ব্লক হয়ে জল বের হতে না পেরে ফ্রিজের ভেতরে বা বাইরে জমে যেতে পারে। তাই ড্রেন হোল ঠিক মতো কাজ করছে কিনা সেদিকে নজর রাখা দরকার।

ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ না হলে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। সেই সময় ঘনীভবন (condensation) জল জমতে শুরু করে। তা অচিরেই বাইরে বেরিয়ে ভিজিয়ে দেয় ঘরের মেঝে।

শুধু তাই নয়, ফ্রিজ বেশি মাত্রায় ভর্তি করে রাখলেও একই সমস্যা হতে পারে। হওয়া ঠিকমতো চলাচল করতে পারে না। ফলে ভিতরে অতিরিক্ত ঘনীভবন হয়ে জল জমতে পারে।

ফ্রিজের ভিতরের হাওয়া যাতে বাইরে না বের হতে পারে, আবার বাইরের হাওয়া যাতে ভিতরে ঢুকতে না পারে তার জন্য ডোর সিল ঠিকমতো বসেছে কিনা দেখুন।