অনেক নারীই বিশেষ করে বিবাহিত মহিলারা পায়ের আঙুলে রুপোর আংটি পরেন। ভারতীয় উপমহাদেশের বহু পুরোনো এক রীতি এটি। অনেকের কাছে নিছক সাজসজ্জার অংশ হলেও নেপ্তথ্যে রয়েছে ধর্মীয় ব্যাখ্যাও।
ভারতীয় সংস্কারে, বিবাহিত নারীরা সাধারণত তাঁদের পায়ের দ্বিতীয় আঙুলে এই আংটি পরেন। এই আংটিকে বলা হয় 'তোয়ান'।
এই প্রথা মূলত হিন্দু বিবাহরীতি অনুসারে প্রচলিত হয়েছে। বিয়ের সময় স্বামী নিজের হাতে স্ত্রীর পায়ের আঙুলে আংটি পরিয়ে দেন। এটি তাঁদের সম্পর্কের পবিত্রতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
আয়ুর্বেদের মতে, পায়ের দ্বিতীয় আঙুলে নার্ভ থাকে যা জরায়ু ও প্রজনন সংক্রান্ত অঙ্গের সঙ্গে যুক্ত। এই জায়গায় আংটি পরলে তা নিয়মিত চাপ পড়ে, যা নারীর হরমোন ভারসাম্য ও ঋতুচক্রকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।
রুপো ঠান্ডা প্রকৃতির ধাতু হওয়ায় এটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। জ্যোতিষ মতে, পায়ের আঙুলে রুপোর আংটি পরা বিশেষ গ্রহের প্রভাব কাটাতে সাহায্য করে।
বিশেষ করে শুক্র প্রেম, সৌন্দর্য ও সম্পর্কের প্রতীক। শুক্রের প্রভাব যদি দুর্বল হয়, তা বিবাহিত জীবনে টানাপোড়েন তৈরি করতে পারে। পায়ের আঙুলে রুপোর আংটি পরলে শুক্র শক্তিশালী হয়, দাম্পত্য জীবন মধুর থাকে বলে বিশ্বাস।
পায়ের আঙুলে আংটি পরা কেবল শৌখিনতা বা রীতির অংশ নয়। এর সঙ্গে যুক্ত আছে স্বাস্থ্য, জ্যোতিষ ও আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ অর্থ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।