29 July 2024
অ্যালোভেরা মাখলে কি ঠোঁট ফাটা কমবে?
credit: istock
TV9 Bangla
বর্ষা আসুক বা শীতের দেশে বেড়াতে যান, ঠোঁটের সমস্যা যেন পিছু ছাড়ে না। তাই রোজের সঙ্গী লিপ বাম। তাতেও কি ভাল থাকে ঠোঁট?
ঠোঁট ফাটা, ঠোঁটের কালচে ভাব এমন নানা সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরা জেলের কাছে। ঠোঁটের যত্ন নেয় এই ভেষজ উপাদান।
অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ত্বক, বিশেষত ঠোঁটের ক্ষত সারিয়ে তোলে খুব সহজে।
শুষ্ক ঠোঁট হোক বা ফাটা ঠোঁট, যে কোনও সমস্যায় ভরসা রাখুন অ্যালোভেরার উপর। এটি ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
বর্ষাকালেও ঠোঁট ফাটে। সংক্রমণের ভয় থাকে। এই সময় অ্যালোভেরা জেল মাখলে ঠোঁটের প্রদাহ কমে, ফাটা ঠোঁটের ব্যথা কমে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটের উপর লাগান তাজা অ্যালোভেরা জেল। এতেই দেখবেন ঠোঁটের কালচে ভাবও কমে গিয়েছে।
অ্যালোভেরা জেল মাখলে অনেক সময় ঠোঁটে পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। সেক্ষেত্রে ভুলেও ঠোঁটে অ্যালোভেরা মাখবেন না।
এমন লিপ বাম বেছে নিতে পারেন, যার মধ্যে অ্যালোভেরার নির্যাস রয়েছে। এতেও কিন্তু কমে যাবে ঠোঁটের যাবতীয় সমস্যা।
আরও পড়ুন