05 JUL 2025

অব্যবহারের ফলে বন্ধ হয়ে গেছে কানের ফুটো? কী ভাবে ব্যথা ছাড়াই তা খুলবেন?  

credit: TV9

TV9 Bangla

অনেকেই কানে ফুটো করানোর পর বারবার কানের সেই ফুটো বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। বিশেষ করে যারা নিয়মিত দুল বা কানের গয়না পরেন না, তাঁদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়।

এটি যতটা সাধারণ সমস্যা, সঠিক যত্নের অভাবে ততটাই বিরক্তিকর ও কষ্টকর হয়ে উঠতে পারে। তবে কিছু কাজ করলে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জানা দরকার কেন কানের ফুটো বন্ধ হয়ে যায়?  

দীর্ঘদিন কানে কিছু না পরলে ফুটোর স্থানে ধীরে ধীরে মাংস গজিয়ে তা বন্ধ হয়ে যেতে পারে। ফুটোয় ইনফেকশন বা প্রদাহ হলে তা ফুলে গিয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

কারও কারও ত্বক সহজেই সেল রিজেনারেট করে, ফলে ফুটো দ্রুত জুড়ে যেতে পারে। কিছু ধাতব দুলে অ্যালার্জি হলে কানে ফোলাভাব ও র‌্যাশ তৈরি হয়, যা ফুটো বন্ধ করে দিতে পারে।

কানে ফুটো থাকলে প্রতিদিন অন্তত কয়েক ঘণ্টা পাতলা, অ্যান্টি-অ্যালার্জিক মেটালের দুল (যেমন স্টেইনলেস স্টিল, টাইটানিয়াম বা গোল্ড প্লেটেড) পরুন যাতে ফুটো খোলা থাকে।

বন্ধ ফুটো খোলার জন্য অলিভ অয়েল বা নারকেল তেল কানের লতিতে মেখে নিন। এতে ত্বক নরম হয় ও পুরনো ফুটোয় দুল ঢোকানোও সহজ হয়।

যদি ফুটো প্রায় বন্ধ হয়ে যায়, তাহলে পরিষ্কার হাত ও জীবাণুমুক্ত পাতলা দুল নিয়ে ধীরে ধীরে তা ঢোকানোর চেষ্টা করুন। জোর করে প্রবেশ করাবেন না। প্রয়োজনে গরম সেঁক দিন যাতে ত্বক নরম হয়। নাহলে ইনফেকশন হয়ে যেতে পারে।

পুঁজ বা ফোলাভাব থাকলে দুল পরা বন্ধ রেখে অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। যারা ধাতব অ্যালার্জিতে ভোগেন, তাঁরা মেডিকেল স্টিল বা প্লাস্টিক-নির্ভর হাইপোঅ্যালার্জেনিক দুল ব্যবহার করুন। প্রচণ্ড ব্যথা বা পুঁজ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।