24 March 2024

১০ মিনিটে বাড়িতেই বানিয়ে নিন হোলি স্পেশাল লাড্ডু

credit: istock

TV9 Bangla

রং খেলবেন অথচ মিষ্টি খাবেন না, হয় নাকি! বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিশেষ-বিশেষ মিষ্টি।         

দোল মানেই ঠান্ডাই, মালপোয়া, লাড্ডু। দোলে চুরমা লাড্ডু খুবই জনপ্রিয়। বাড়িতেই বানিয়ে নিতে পারেন।         

চুরমা লাড্ডু বানাতে লাগবে ময়দা, সুজি, খোয়াক্ষীর, ঘি, ছোট এলাচগুঁড়ো, কাজু-পেস্তা বাটা, খেজুর কুচি, চিনি গুঁড়ো, পোস্ত, ঘি।         

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে সুজি ও ময়দা লালচে করে ভাজুন। ময়দার পরিমাণ বেশি দেবেন।         

ময়দা, সুজি লালচে হয়ে গেলে এলাচ গুঁড়ো, পেস্তা-কাজু বাটা, চিনি ও খেজুর দিয়ে ভাল করে নাড়ুন।         

সুজি-ময়দার সঙ্গে বাকি উপকরণ ভালভাবে মিশে গেলে নামিয়ে নিন। এবার শুকনো কড়াইয়ে অল্প পোস্তদানা হালকা নেড়ে নিন।         

এবার ভাজা মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর আকারে বানিয়ে নিন। তারপর লাড্ডুগুলি ভাজা পোস্তদানায় মাখিয়ে নিন।         

এবার লাড্ডুর মাথায় একটি করে কাজু-কিসমিস দিয়ে দিন। তৈরি হয়ে গেল চুরমা লাড্ডু।