22nd May, 2025

ভাত-রুটি মুখে তোলেন না সৌরভ, রোজ কী খান মহারাজ?

TV9 Bangla

Pic Credit-  PTI

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়স ৫২। এই বয়সেও তিনি বেশ ফিট। মেনে চলেন ডায়েট। অনেক খাবার খান না মহারাজ।

ভাত-রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন মহারাজ। তা হলে রোজ কী খান সৌরভ গঙ্গোপাধ্যায়? এই বিষয়ে জানিয়েছেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

ডায়েটের ধারে কাছে ঘেঁষা পছন্দ নয় ডোনার। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খেতে খুব ভালোবাসেন। তিনি যা পান, সেটাই খান।

ডোনা বলেন, ‘চেষ্টা করি কম খাওয়ার। তবে আমার মাঝে মাঝে অনেক বেশি খাওয়া হয়ে যায়। সৌরভ ভীষণ ডায়েটে আছে। ভাত, রুটি খায় না।’

এরপরই তিনি বলেন, ‘প্রোটিন ডায়েটে রয়েছে ও। ফল, সবজি, মাছ ও চিকেন খায়। এখন তো চিংড়ি মাছও খুব কম খায়। মটনও খুব কম খায়।’

ডোনার কথায়, ‘সৌরভ নিজে ডায়েটটা খুব ভালো করে ফলো করে। কারণ ওর তো টিভি, অ্যাড এসব নিয়েই কাজ। যার ফলে ও ভীষণ কন্ট্রোল একটা ডায়েট করে।’

সৌরভের মতো ডায়েট ফলো করার চেষ্টা করে পারেননি ডোনা। তিনি বলেন, ‘আমি ওর মতো খাওয়া দাওয়াতে মেপে চলার চেষ্টা করি। ২-৩ দিন করি। তারপর বলি থাক।’

শেষে ডোনা বলেন, ‘জীবনে রবিবার যদি একটু মাংসের ঝোল আর ভাতই না খেলাম, তা হলে আর কী হল! কোনও কোনও সময় ৭-৮ দিন চেষ্টা করি, তারপর ফের আগের রুটিনে ফিরে যাই।’