20 July 2024
পাউডার মাখতে এই ভুল ক্ষতি করবে ত্বকের
TV9 Bangla
গরমে একটু আরাম পেতে অনেকেই ব্যবহার করেন পাউডার। পাউডার মাখলে গরমে ক্ষণিকের আরামও মেলে।
বাজারে বিভিন্ন রকমের পাউডার পাওয়া যায়। ট্যালকম পাউডার ও ডিওড্রেন্ট পাউডার। দুই পাউডারেরই মূল উপাদান এক।
পাউডার মূলত ঘাম প্রতিরোধ করে। শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু তার জন্য পাউডার সঠিক ভাবে ব্যবহার করতে হবে।
পাউডার ব্যবহার করতে গিয়ে অনেকেই কিছু ভুল করেন। সেই সব ভুলের জন্য ত্বকের অন্য ক্ষতি হয়।
পাউডার আমরা ব্যবহার করি ঘাম থেকে বাঁচতে। ঘাম থেকে শরীরে ঘামাচিও হয়। পাউডার ব্যবহারে ঘামাচি থেকে আরাম মেলে।
কিন্তু অনেকেই আছেন ঘাম গায়েই পাউডার মাখেন। এই কাজ ভুলেও করবেন না। তাহলে লোমকূপ বন্ধ হয়ে ত্বকে অন্য সমস্যা দেখা দেবে।
স্নান করে বা ভিজে গামছা দিয়ে গা মুছে তবেই পাউডার ব্যবহার করা উচিত। কিন্তু স্নান করেই অনেকে পাউডার মেখে নেন। এই কাজও করা উচিত হয়।
স্নান করে শরীর ভালো করে শুকিয়ে যাওয়ার পর পাউডার মাখা উচিত। বড়দের পাউডার বাচ্চাদের না মাখানো ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
Learn more