23 June, 2025

শতচেষ্টাতেও ঘরে কোনও টাকা থাকবে না, যদি এই জায়গায় বসে সারেন খাওয়া দাওয়া

TV9 Bangla 

Credit - PTI

সংসারে সুখ-সম্মৃদ্ধি আনতে অনেকেই বাস্তুশাস্ত্র মেনে চলেন।  

বাস্তু শুধু ঘর সাজানোর জন্য নয়, এর পিছনে রয়েছে অনেক কারণ। যা মেনে চললে ভাগ্য ফেরে, আর না মানলে ক্ষতি হয়।

খাবার খাওয়ার পদ্ধতি নিয়েও বাস্তুশাস্ত্র বলেছে অনেক কথা। যেমন ঘরের ৫ জায়গায় বসে খেলে পরিবারে অর্থকষ্ট দেখা দেয়। কোন কোন জায়গা সেগুলি জানেন?

বাস্তু মতে, দরজার কাছে বা দোরগোড়ায় বসে খাবার খাওয়া সবথেকে অশুভ। এতে ঘরে নেগেটিভ এনার্জি বাড়ে। বলা হয়, দুয়ারে লক্ষ্মী থাকেন। সেখানে বসে খেলে লক্ষ্মীর অপমান করা হয়।

মন্দির বা ঠাকুরঘরের সামনে বসে খাওয়া উচিত নয়। এতে দেব-দেবীরা রুষ্ট হন। ঠাকুরঘরের সামনে বসে খেলে সংসারে অশান্তি বাড়ে। সুখ-সম্মৃদ্ধি বিদায় নেয়।

বিছানায় বসে কখনও খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের অবনতি হয়। পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়। মানসিক চাপ বাড়ে।

খাবার জায়গা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। অপরিচ্ছন্ন জায়গায় বসে খেলে নেগেটিভ এনার্জি বাড়ে। আর্থিক ক্ষতি হয়।

অনেকে রান্না করে, তাড়াহুড়োয় গ্যাসের সামনেই দাঁড়িয়ে খাবার খেয়ে নেন। এই কাজ কখনও করা উচিত নয়। এতে সংসারে শান্তি নষ্ট হয়। আর্থিক অনটন দেখা দেয়।