29th June, 2025
মিক্সি ব্যবহারে এই ভুল করলেই ঘটবে বড় বিপদ
TV9 Bangla
Credit - TV9
রান্না করা খাবার আর কাঁচা খাবার কখনই একসঙ্গে মিক্সিতে দেওয়া উচিত নয়। আলাদাভাবে বাটা উচিত।
একটানা অনেক বেশি সময় ধরে মিক্সি চালালে উত্তাপ বেড়ে যায়, ফলে মিক্সি দ্রুত খারাপ হয়ে যেতে পারে।
কখনই বেশি পরিমাণ জিনিস মিক্সিতে দেওয়া উচিত নয়। এতে মিক্সির ক্ষমতা ক্রমশ কমতে থাকে।
কোন খাবারের জন্য কোন ব্লেড ব্যবহার করবেন, তা দেখে নিতে হবে। নাহলে ব্লেডের মান খারাপ হতে থাকবে।
তাড়াহুড়োয় কখনই ঢাকা না লাগিয়ে মিক্সি চালিয়ে দেবেন না। ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
মিক্সি ব্যবহারের পর প্লাগের সুইচ অফ করুন সবসময়। নাহলে শট সার্কিটও হয়ে যেতে পারে।
মিক্সি ব্যবহারের পর কৌটো ও ব্লেড দুটোই সঠিকভাবে পরিষ্কার করতে হবে। নাহলে নষ্ট হয়ে যাতে তাড়াতাড়ি।
মিক্সির তারটা কোথাও ছিঁড়ে গিয়েছে কি না, দেখে নিয়ে তবেই ব্যবহার করবেন, নাহলে বিপদ হয়ে যেতে পারে।