9th February,  2025

এই কাজ করলেই রেগে লাল হয়ে যান দেবী লক্ষ্মী! হারাতে হবে নিজের সর্বস্ব

TV9 Bangla

Credit - Pinterest

নিজের নীতিশাস্ত্রে আচার্য চাণক্য জীবন সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সেখানে উল্লেখ রয়েছে, যে নানা বাড়িতে বেশ কিছু ভুলের জন্য অর্থ একেবারেই থাকে না।

চাণক্য বলেছেন প্রতিটি বাড়িতে শান্তি থাকা উচিত। অকারণে কোনও বাড়িতে ঝামেলা, ঝগড়া হওয়া উচিত নয়। এই রকম বাড়িতে যাঁরা থাকেন অর্থকষ্টে ভোগেন।

যে বাড়িতে ভীষণ ঝগড়া হয়, সেখানে ধনসম্পদের দেবী লক্ষ্মী বাস করেন না। লক্ষ্মী দেবী এমনিতেই চঞ্চলা। দেবীকে তুষ্ট করতে না পারলে কষ্ট পেতে হয়।

আচার্য চাণক্য বলেছেন, প্রতিটি বাড়িতে ঈশ্বরের নাম নেওয়া উচিত। যে বাড়িতে তা হয় না, পুজো-অর্চনা করা হয় না, সেখানে অনেক সমস্যা তৈরি হয়। 

যে সকল বাড়িতে নিয়মিত পুজো করা হয়, ঈশ্বরের নাম নেওয়া হয়, সেখানে আর্থিক সমস্যা হয় না। লক্ষ্মীদেবী প্রসন্ন হন। অর্থকষ্ট মেটে।

ভুল পথে আয় করলে তা কোনও ভালো কাজে লাগে না। চাণক্যর মতে, ভুল পথে উপার্জিত অর্থ যে বাড়িতে আসে, সেখানে সমস্যার পাহাড় তৈরি হয়।  

গুরুজনদের মুখে মুখে তর্ক করতে নেই। লক্ষ্মীদেবী তাতে রুষ্ট হন। যে বাড়িতে শান্ত পরিবেশ থাকে, পরিবারের সকলের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে, সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। 

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।