112th July, 2025

রাস্তায় পড়ে থাকা এই জিনিসগুলি মাড়াবেন না,  জীবনে নেমে আসবে বিপর্যয়

TV9 Bangla 

Credit -  Pixabay, Meta AI

রাস্তায় চলাচলের সময় আমরা অনেক সময়ই বেখেয়ালি থাকি। পথেঘাটে অনেক কিছু অদ্ভুত জিনিস আমরা মাড়িয়ে ফেলি। তবে এই তথ্য জানলে আর ভুল করবেন না।

মা-বাবা বা বাড়ির প্রবীণরা সবসময় বলেন, রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকা উচিত। রাস্তায় অনেক এমন জিনিস পড়ে থাকে, যা কখনও মাড়াতে হয় না।

বাস্তুশাস্ত্র মতে, যদি রাস্তায় লেবু-লঙ্কা পড়ে থাকে, তা কখনও মাড়াতে নেই। এতে অমঙ্গল হয়।

যদি রাস্তায় ধূপকাঠি বা ধূপের ছাই পড়ে থাকে কিংবা পুজোর উপকরণ থাকে, তাহলে তা কখনও মাড়ানো উচিত নয়।

রাস্তায় পড়ে থাকা কয়েন বা টাকার উপরে ভুল করেও পা দেওয়া উচিত নয়। এতে দেবী লক্ষ্মীর অপমান হয়। সংসারে আর্থিক ক্ষতি হয়।

আপনি যদি রাস্তায় হলুদ বা সিঁদুর পড়ে থাকতে দেখেন, কিংবা ভাত পড়ে থাকতে দেখেন, তাহলে তাতে পা দেবেন না।

বিশ্বাস করা হয় যে এগুলি কালাজাদু বা তন্ত্রমন্ত্রের আচার। এগুলি মাড়ালে জীবনে ক্ষতি হয়।

রাস্তায় দুই টুকরো নারকেল পড়ে থাকতে দেখলে, তা থেকে দূরে থাকুন। এটা মাড়ালে জীবনে ক্ষতি হয়। দুর্ভাগ্য নেমে আসে।