31 MAY 2025
জামাইষষ্ঠীতে ভুলেও জামাইকে দেবেন না এই সব উপহার, ভেঙে যেতে পারে মেয়ের সংসার!
credit:TV9
TV9 Bangla
জামাইষষ্ঠীর দিন মেয়ে-জামাইকে ডালা সাজিয়ে উপহার দেওয়ার চল রয়েছে। পোশাক থেকে শুরু করে আরও অনেক কিছুই থাকে সেই তালিকায়।
জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে চাইলেই যা খুশি উপহার দেওয়া যায় না। জামাইষষ্ঠীতে কী উপহার দিলে তা অমঙ্গল হতে পারে জানেন? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
জ্যোতিষ মতে সুগন্ধি উপহার হিসাবে দেওয়া উচিত নয়। মনে করা হয় কাউকে সুগন্ধি উপহার দিলে জামাইয়ের থেকে এক টাকা হলেও নেওয়া উচিত।
অনেকেই ভালবেসে ঘড়ি উপহার দিয়ে থাকেন। বিশেষ করে মেয়ে-জামাইয়ের জন্য সুন্দর হাতঘড়ির কাপল সেট বেশ ভাল উপহার।
জ্যোতিষমতে হাতঘড়ি কিন্তু জামাইষষ্ঠীর দিন উপহার হিসাবে দেওয়া উচিত নয়। বিশেষ করে যদি নিজের সময় খারাপ চলে তাহলে তো আরই নয়।
মনে করা হয় নিজের যদি খারাপ সময় চলে, কাউকে ঘড়ি দিলে, সেই সময় ঘড়ির সঙ্গে তাঁর কাছে চলে যায়। তাই জামাইষষ্ঠীতে ঘড়ি না দেওয়াই ভাল।
জামাইকে ষষ্ঠীর দিনে কখনও জুতো দেওয়া উচিত নয়। এটিকে অশুভ বলেও মনে করা হয়। ফলে সম্পর্কে ভাঙন সৃষ্টি হতে পারে।
অনেকেই পোশাকের সঙ্গে জামাইকে রুমালও দিয়ে থাকেন। জ্যোতিষমতে পোশাক দেওয়া ভাল হলেও এই জিনিসটি দেওয়া উচিত নয়। রুমাল দেওয়াকে অশুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন