4th February, 2025
বাড়ির মূল দরজার সামনে পাপোশ রাখেন? বাস্তুশাস্ত্র মতে এটি ঠিক না ভুল?
Credit - Meta AI, Canva
TV9 Bangla
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির নানা জিনিস বিভিন্ন স্থানে রাখার আলাদা অর্থ রয়েছে। অনেকে বাস্তুশাস্ত্র মেনে চলেন বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনার জন্য।
বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনও বাড়ির মূল দরজার সামনে পাপোশ রাখা খুবই জরুরি। জানেন বাড়ির প্রবেশদ্বারের সামনে পাপোশ রাখলে কী হয়?
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির মূল দরজার সামনে পাপোশ রাখলে তা বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ আটকে দেয়। এবং ইতিবাচক শক্তি প্রবেশের জায়গা করে দেয়।
কোনও ব্যক্তি বাড়ির মূল প্রবেশদ্বারে পাপোশ রাখলে তাতে ইতিবাচক শক্তি আসার পাশাপাশি সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধিও আসে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী এও বলা হয় দিক অনুযায়ী দরজার সামনে আলাদা রংয়ের পাপোশ রাখা উচিত। যেমন বাড়ির মূল দরজা উত্তরদিকে হলে নীল রংয়ের পাপোশ রাখতে পারেন।
কোনও বাড়ির পূর্ব দিকে মূল দরজা থাকলে, সেটির সামনে খয়েরি বা বাদামি রঙের পাপোশ রাখতে পারেন। বাস্তুশাস্ত্র মতে এটি শুভ।
যে বাড়ি মূল দরজা দক্ষিণ দিকে, সেখানে লাল রঙের পাপোশ রাখলে শুভ ফল পাওয়া যায়। এই রং সাফল্য, উন্নতি এবং আত্মবিশ্বাস বাড়ায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন